লজিস্টিক খরচ কমাতে পারলে রপ্তানি বাড়ানো সম্ভব

লজিস্টিক খরচ কমাতে পারলে রপ্তানি বাড়ানো সম্ভব

নিজস্ব প্রতিবেদক

দেশে লজিস্টিক ব্যবস্থাপনার খরচ ২৫ শতাংশ পর্যন্ত কমানো গেলে রপ্তানি অন্তত ২০ শতাংশ বাড়ানো সম্ভব। একইসঙ্গে মাত্র ১ শতাংশ পরিবহন খরচ কমানো গেলে রপ্তানি বাড়বে প্রায় সাড়ে ৭ শতাংশ।

আজ মঙ্গলবার (২৫ জুন) রাজধানীতে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত জাতীয় লজিস্টিক পলিসি-২০২৪ শীর্ষক অনুষ্ঠানে এসব সম্ভাবনার কথা উঠে আসে।  

আলোচকরা জানান, দ্রুত এ নীতিমালার বাস্তবায়ন করা গেলে সার্বিকভাবে বাড়বে দেশের ব্যবসা-বাণিজ্যের গতি।

তবে লজিস্টিক খাতের উন্নয়নে দরকার বিশাল বিনিয়োগ। যেখানে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা, এমনকি বিদেশি বিনিয়োগকারীদের অর্থ লগ্নির আহ্বান জানানো হয় এই আয়োজনে।

অনুষ্ঠানে জানানো হয়, লজিস্টিক পার্ফম্যান্ড ইনডেক্স, কাস্টমস, অবকাঠামোসহ সকল সূচকে ভারত, ভিয়েতনামসহ অন্যান্য প্রতিযোগী দেশ থেকে পিছিয়ে আছে বাংলাদেশ।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক