খালেদা জিয়ার অবুঝ আচরণে বাংলাদেশ ৫০ বছর পিছিয়ে পড়েছিল: পলক

খালেদা জিয়ার অবুঝ আচরণে বাংলাদেশ ৫০ বছর পিছিয়ে পড়েছিল: পলক

অনলাইন ডেস্ক

খালেদা জিয়ার ধারণা ছিল সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে বাংলাদেশের তথ্য পাচার হয়ে যাবে। তার এমন অবুঝ আচরণে বাংলাদেশ ৫০ বছর পিছিয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। তবে শেখ হাসিনার দূরদর্শীতা আছে বলেই এখন দেশে উন্নয়ন ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজধানীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা নামে সংবাদ চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, স্যামসাং ২০০৪ সালে বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব নিয়ে এসেছিল। কমিশন খোর তারেক জিয়ার লোভের কারণে তারা বাংলাদেশ থেকে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে নিয়ে ভিয়েতনামে যায়। ১৫ বছর পর শেখ হাসিনার প্রয়াসে তারা ফিরে এসেছে। এখন দেশেই মোবাইল তৈরি হয় ও রপ্তানি হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের লাভ হয়, কিন্তু বিএনপি নিজের স্বার্থে ক্ষমতায় থাকাকালীন তাদের এক মন্ত্রীর নিজস্ব মোবাইল কোম্পানি ছাড়া অন্য কোনো মোবাইল ফোনের লাইসেন্স দেয়নি।

মোবাইল ফোনের প্রসার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর হয়েছে বলেও এসময় জানান প্রতিমন্ত্রী।

news24bd.tv/SHS