যৌতুক প্রতিরোধে ভূমিকা পালনকারীদের পুরস্কৃত করবে ছাত্রলীগ

যৌতুক প্রতিরোধে ভূমিকা পালনকারীদের পুরস্কৃত করবে ছাত্রলীগ

অনলাইন ডেস্ক

মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভূমিকা পালনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (২৪ জুন) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৬ জুন থেকে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মাদক বাল্যবিবাহ যৌতুক রুখবোই, স্মার্ট বাংলাদেশ গড়বোই’।

বাংলাদেশ ছাত্রলীগ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, এই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে দেশের বিভিন্ন পর্যায়ে যেসকল ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পরিসরে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাদের সম্মাননা প্রদান করার।

এ লক্ষ্যে, পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পর্যায়ে যেসকল ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভূমিকা রেখেছেন তাদের সম্পর্কে তথ্য প্রদান করার আহ্বান জানানো হচ্ছে।

তথ্য প্রেরণের ঠিকানা:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় (২৩, বঙ্গবন্ধু এভিনিউ)
ই-মেইলঃ officecellbsl@gmail.com
হটলাইন নাম্বার: ০১৭ ১১ ৪২২ ১৩৭ অথবা ০১৬ ২৮ ৪৭৮ ৯৯১

সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে আগামী ৩০ জুনের মধ্যে তথ্য প্রেরণের আহ্বান জানায় সংগঠনটি।

news24bd.tv/SHS