বাগেরহাটে ভাতিজার হাতে চাচা নিহত

বাগেরহাটে ভাতিজার হাতে চাচা নিহত

বাগেরহাট প্রতিনিধি

পুকুরে মাছের পোনা ছাড়তে বাধা দেয়ায় ভাতিজার হাতে নিহত হয়েছেন চাচা আজাহার শেখ (৬০)।

গতকাল সোমবার (২৫ জুন) বিকেলে বাগেরহাট সদরের চাপাতলা গ্রামে নিজের পুকুরে মাছের পোনা ছাড়তে গেলে বাধা দেয় ভাতিজা হুমায়ুন শেখ ও তার স্ত্রী সাবিনা বেগম।

এসময়ে হুমায়ুন শেখসহ তার পরিবারের সদস্যরা পিটিয়ে গুরুতর আহত করে চাচা আজাহার শেখকে। গুরুতর আহত আজাহার শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাতে তার মৃত্যু হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, নিহতের ছেলে জাকারিয়া মাহমুদ বাদী হয়ে হুমায়ুন শেখ, তার স্ত্রী সাবিনা ও মা মমতাজ বেগমকে আসামি করে মামলা দায়েরর পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক