শেষ ষোলোতে ফ্রান্স

এমবাপ্পে

শেষ ষোলোতে ফ্রান্স

অনলাইন ডেস্ক

পেনাল্টিতে আগে এক গোল দিলেও পরে গোল খেয়ে পোল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছে ফ্রান্স। ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়ার সঙ্গী হয়ে শেষ ষোলোয় উঠে গেছে ফ্রান্স। ‘ডি’ গ্রুপ থেকে পোল্যান্ডের শেষ ষোলোর আশা শেষ হয়ে গিয়েছিল আগেই।  

ডর্টমুন্ডে রাতের অন্য ম্যাচ দিয়ে অবশেষে ইউরোতে গোলের অপেক্ষা ফুরিয়েছে কিলিয়ান এমবাপ্পের।

পোল্যান্ডের বিপক্ষে আজ ফরাসি ফরোয়ার্ডের গোলটা এসেছে ম্যাচের ৫৬ মিনিটে, পেনাল্টি থেকে। সর্বশেষ ইউরোতে চারটি, এবারের ইউরোতে এ নিয়ে দুটি, মোট ছয় ম্যাচে এটাই এমবাপ্পের প্রথম গোল।
অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই নাকে আঘাত পাওয়া এমবাপ্পে আজ খেলতে নেমেছিলেন মাস্ক পরে। তবে ফ্রান্সকে ঠিক সেরা রূপে দেখা যায়নি এই ম্যাচেও।
৭৯ মিনিটে পাল্টা পেনাল্টি পেয়ে গোল শোধ করে দেয় পোল্যান্ড। রবার্ট লেভানডফস্কির নেওয়া শটটা অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন ফরাসি গোলরক্ষক মাইক মাইনন। তবে শট নেওয়ার আগেই তিনি গোললাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার শট নেওয়ার সুযোগ পান লেভা। এবার আর ভুল করেননি পোলিশ স্ট্রাইকার। এরপর আর গোল করতে না পারায় গ্রুপে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় ফ্রান্সকে।

news24bd.tv/আইএএম