লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) ভোরে এই ঘটনা ঘটে।

৬৩ বছর বয়সী নুরুল ইসলাম লোহাকুচি এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির।

বিজিবির লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডার সুবেদার মঞ্জুরুল ইসলাম জানান, এ ঘটনার প্রতিবাদে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বিজিবি ও স্থানীয়দের ভাষ্যমতে, আট-নয়জন ব্যক্তি গরু আনতে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আহত অবস্থায় নুরুলকে বাংলাদেশে নিয়ে আসলে এক পর্যায়ে তিনি মারা যান।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক