রূপপুর বিদ্যুৎকেন্দ্রে হত্যার ঘটনায় বেলারুশের নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

সংগৃহীত ছবি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে হত্যার ঘটনায় বেলারুশের নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কাজাখস্তানের নাগরিক হত্যার ঘটনায় একজন বেলারুশের নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পাবনার একটি আদালত। এ ঘটনায় দুইজনকে খালাস দেয়া হয়েছে।

পাবনার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম বুধবার (২৬ জুন) বিকেলে এই রায় ঘোষণা করেন।

অভিযুক্ত মাতসেভু উলাদমির রাশিয়ান প্রতিষ্ঠান রোসেমের জন্য কাজ করতেন।

মামলার এজাহার অনুযায়ী, কাজাখস্তানের নাগরিক শেভেতস ভ্লাদিমির আরেকটি রাশিয়ান প্রতিষ্ঠান নিকমিতের জন্য কাজ করতেন। দুটি প্রতিষ্ঠানই রুপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজে জড়িত ছিল।

ভ্লাদিমির পাবনার ঈশ্বরদীর গ্রিন সিটি আবাসিক এলাকায় বেলারুসের শ্রমিকদের সাথে বসবাস করতেন। ২০২২ সালের ২৬ মার্চ তাকে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় উলাদমির সহ তিনজন বেলারুশ শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে ভ্লাদিমিরকে হত্যা করেন উলাদমির।

news24bd.tv/ab