সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সংগৃহীত ছবি

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে সিলেটের কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুমান আহমদ সাংবাদিকদের বলেন, ‘কুলাউড়া স্টেশন থেকে সিলেটের কটালপুরের উদ্দেশ্যে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

আর ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে রাখা হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘রেললাইন থেকে ছিটকে যাওয়া বগি উদ্ধারের পর আবারও রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে। ’

news24bd.tv/DHL