কোকাকোলার বিজ্ঞাপন: অভিনেতা জীবনের ফেসবুক পেজ গায়েব!

কোকাকলার বিজ্ঞাপনে অভিনেতা শরাফ আহমেদ জীবন

কোকাকোলার বিজ্ঞাপন: অভিনেতা জীবনের ফেসবুক পেজ গায়েব!

অনলাইন ডেস্ক

কোকাকোলার বিজ্ঞাপন কাজ নিয়ে করে বিতর্কিত হন অভিনেতা শরাফ আহমেদ জীবন। বিতর্কের মধ্যে  ফেসবুক পেজ দেখা যাচ্ছে না। শনিবার (২৮ জুন) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে তার পেজটির খোঁজ করা হলে তা পাওয়া সম্ভব হয়নি। এদিকে হ্যাকারদের দাবি, জীবনের পেজটি তারা সাইবার হামলার মাধ্যমে সরিয়ে দিয়েছে।

এ ছাড়াও বিজ্ঞাপনের কাজে বিতর্কিত আরেক অভিনেতা শিমুল শর্মার পেজও সরিয়ে ফেলার হুমকি দিয়েছে হ্যাকাররা।

সম্প্রতি হ্যাকিং গ্রুপ সাইবার ৭১- উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ হ্যাক হয়েছে, এমনটি সংবাদের শিরোনাম হলে শুক্রবার সাইবার ৭১ এক ফেসবুক পোস্টে জানায়, এ সফলতা আপনাদের। পেজ হ্যাক করা হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে শরাফ আহমেদ জীবনের পেজ সরিয়ে দেওয়ার পর শিমুল শর্মার ফেসবুক পেজেও হামলার হুমকি দিয়েছে হ্যাকাররা।

প্রসঙ্গত, কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তখন অভিনেতা শরাফ আহমেদ জীবন এক পোস্টে লেখেন, ‘আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে। ’

তবে জীবনের এমন পোস্টের পরেও থামেনি বিতর্ক। যার জেরে এবার পেজ হারালেন এই অভিনেতা।

news24bd.tv/আইএএম