যশোরে প্রতারক চক্ররের তিন সদস্য আটক

যশোরে প্রতারক চক্ররের তিন সদস্য আটক

যশোর প্রতিনিধি:

যশোররে প্রবাসী সেজে প্রতারণা পূর্বক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে রড-সিমেন্ট, ঢেউটিন আত্মসাৎ চক্ররে তিন সদস্যকে আটক করেছে যশোর গয়েন্দা পুলশি। এ সময় তাদরে কাছ থেকে ১৩০ বস্তা সিমেন্ট, রড বিক্রির ৭৮,০০০ টাকা ও আসামিদের ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করেছে ডিবি পুলিশ।  

গত শুক্রবার (২৮জুন) বিকালে ঝিকরগাছা থানার মিশ্রিদিয়াড়া বাজারে অভিযান পরিচালনা করে তাদরেকে আটক করা হয়।  

আটককৃতরা হলেন- মাগুরার অমৃত বাজার এলাকার শুকুর আলীর ছেলে মিঠু মিয়া।

একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রুবেল হোসেন ও ঝিকরগাছা থানার মিশ্রিদিয়াড়া এলাকার মৃত দাউদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক।  

আজ শনিবার বিকালে যশোর ডিবি পুলশি কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, গত ১৩ জুন যশোর পুলেরহাট বাজারে ইদ্রিস আলীর হীরা এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতারক চক্র প্রতারণা র্পূবক ১৯৫৪ কেজী রড ও ১৩০ বস্তা সিমেন্ট র্সবমোট ২ লাখ ৪৫ হাজার ৫৩০ টাকার মালামাল নিয়ে আত্মসাতের ঘটনায় ইদ্রিস আলী যশোর কোতয়ালী মডলে থানায় একটি মামলা করনে।  

তারই ধারাবাহিকতায় গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যশোর ঝিকরগাছা থানাধীন মিশ্রিদিয়াড়া বাজারে অভিযান চালিয়ে মালামাল জব্দ ও প্রতারক চক্ররে তিন সদস্যকে আটক করা হয়।

news24bd.tv/কেআই