আগামী বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে

সংগৃহীত ছবি

আগামী বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে

অনলাইন ডেস্ক

আগামী বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বন্যা ও নানা প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে চলতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

রোববার (৩০ জুন) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান।

শিক্ষামন্ত্রী নওফেল জানান, আগামী বছর থেকে আগের নিয়মে যথারীতি পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

করোনার আগে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতো।

আগামী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী জানান, কীভাবে কম সময়ের মধ্যে নেওয়া যায় তা নিয়ে কাজ করছি। একইসাথে নতুন শিক্ষাক্রমে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারিতে নেওয়ার টার্গেট রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আজ রোববার (৩০ জুন) থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা।

কিন্তু বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডর পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে আগামী ৯ জুলাই পর্যন্ত আগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক