সেই বিবৃতি নিয়ে মুখ খুললেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল
 

মনিরুল ইসলাম

সেই বিবৃতি নিয়ে মুখ খুললেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল  

অনলাইন ডেস্ক

পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। সেখানে অনেক গণমাধ্যম যাচাই বাছাই  না করে পুলিশের দুর্নীতির খবর প্রকাশ করছে বলে দাবি করা হয়। এরপর ওই বিবৃতি নিয়ে বিভিন্ন মহল থেকে কঠোর সমালোচনা শুরু হয়। এই প্রেক্ষাপটে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম।

 

এসবির এই অতিরিক্ত আইজি জানান, গণমাধ্যমকে কোনো ‘নির্দেশনা বা অর্ডার’ তারা দেননি, যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের ‘অনুরোধ’ করেছিলেন মাত্র। তার কারণ, গণমাধ্যমে অনেক তথ্য ‘অতিরঞ্জিত ও খণ্ডিতভাবে’ এসেছে বলে তারা মনে করছেন। হোলি আর্টিজান বেকারিতে হামলার বার্ষিকীতে সোমবার (১ জুলাই) সকালে গুলশানের পুরনো থানার সামনে দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, ‘দেখুন, আমরা আসলে পুলিশ বা সরকারের পক্ষ থেকে সব সময় বলে আসছি ব্যক্তির দায় সংস্থা নেবে না।

আমরা সেটাকেই আপহোল্ড করছি। পাশাপাশি কখনো কখনো অনেক অতিরঞ্জিত বা খণ্ডিত তথ্য থাকে। যেমন আমাদের এক কর্মকর্তা সম্পর্কে বলা হয়েছে তিনি সপরিবারে পালিয়ে গেছেন। কিন্তু তিনি আসলে পালাননি। ’

মনিরুল বলেন, ‘সে কারণে প্রতিবাদের পাশাপাশি ওই বিবৃতির মাধ্যমে আমরা আপনাদের অনুরোধ করেছি। আমরা কিন্তু আপনাদের অন্য কোনোভাবে কোনো নির্দেশনাও দিইনি, কোনো অর্ডারও করিনি। আমরা শুধু অনুরোধ করেছি যে, কোনো নিউজ করার আগে ভালোভাবে যাচাই-বাছাই করার জন্য। এটা শুধু পুলিশ নয়, যে কেউ করতে পারে। রাখা না রাখা সেটা আপনাদের বিষয়। ’

news24bd.tv/আইএএম