ভারতের সঙ্গে চুক্তি দেশকে পরনির্ভরশীল করবে: ফখরুল

ভারতের সঙ্গে চুক্তি দেশকে পরনির্ভরশীল করবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ভারত সফরে প্রধানমন্ত্রীর করা সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্টে পরিণত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ জুলাই) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, দেশ নিয়ে বিএনপি নয়, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ভারতে সফরে প্রতিবেশী দেশটিকে সব দিলেও বাংলাদেশ কী পেয়েছে এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব।

হলি আর্টিজান হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু জঙ্গিবাদের নাম করে বিরোধী নেতাকর্মীদের সরকার দমন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ভারতকে আকাশ ও নৌপথে পার্টনারশিপ দেওয়া হয়েছে। এটাতে কোনো আপত্তি নেই।

আপত্তি হলো বাংলাদেশের মানুষ কী পেল? আমরা তো কিছুই পাইনি। সাধারণ তিস্তা নদীর পানি আমরা পাইনি। অভিন্ন নদীর পানির হিসসা আমরা পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক