‘দেখামাত্রই যেকোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন’

সাইবার নিরাপত্তা

‘দেখামাত্রই যেকোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন’

নিজস্ব প্রতিবেদক

দেশের সার্বিক সাইবার নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট লোকবলের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। সোমবার (১ জুলাই) বিকালে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে আয়োজিত গুজব, সাইবার বুলিং প্রতিরোধ এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।  

অনলাইনে নিরাপদ থাকতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সাইবার হাইজিন মেনে চলা এবং গুজব প্রতিরোধে জেনে-বুঝে তথ্য শেয়ার করা, দেখামাত্রই যেকোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকাসহ নানা বিষয় বক্তাদের আলোচনায় উঠে আসে। এছাড়া অনলাইনে নিরাপদ থাকতে সচেতনতার কোনো বিকল্প নেই বলেও জানান বক্তারা।

 

আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সালমা মমতাজ, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আবু সাঈদ মো. কামরুজ্জামান। আরও ছিলেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের বিপুল চন্দ্র সরকার ও শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন স্কুল ও কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক