রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টেলাম বন্ধ করে দিল আর্জেন্টিনা সরকার

টেলামের অফিস

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টেলাম বন্ধ করে দিল আর্জেন্টিনা সরকার

অনলাইন ডেস্ক

গতকাল সোমবার আর্জেন্টিনার সরকার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টেলাম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে। টেলামের বিরুদ্ধে অভিযোগ,সংস্থাটি বামপন্থীদের প্রতি পক্ষপাতদুষ্ট ।  একথা নিজেই জানালেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। তিনি ডানপন্থী রাজনীতিক।

 
সংবাদ সংস্থাটি বলে অভিযোগ করেছিলেন দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট তাঁর এমন অভিযোগের পর এখন সংবাদ সংস্থাটি বন্ধ করে দেওয়া হলো।
সরকারি বুলেটিন প্রকাশিত হওয়ার আগে গত রোববার এক্সে (সাবেক টুইটার) দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র ম্যানুয়েল অ্যাডরনি বলেন, টেলামের কার্যক্রম স্থগিত করার কথা সবারই জানা। এখন টেলামের কার্যক্রমের ইতি ঘটছে।  
১৯৪৫ সালে টেলাম প্রতিষ্ঠিত হয়।
সবশেষ কর্মিসংখ্যা ৭০০ জনের বেশি।  
তবে টেলামের নতুন নাম হবে রাষ্ট্রীয় বিজ্ঞাপন সংস্থা (এপিই)। জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞাপনের উন্নয়ন, তৈরি, বাজারজাতকরণ ও বিতরণের কাজ করবে এপিই।

news24bd.tv/ডিডি


 

এই রকম আরও টপিক