ড. ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

ফাইল ছবি

ড. ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

রায়ে সাজা কখনও স্থগিত হয় না বলে উল্লেখ করেছেন হাইকোর্ট। একইসাথে ৬ মাসের সাজার বিরুদ্ধে করা আপিল দ্রুত নিষ্পত্তি করতে শ্রম আপিল ট্রাইব্যুনালকে নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত।

এদিকে রায় প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ড. ইউনুসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

তার অভিযোগ, ড. ইউনুসকে হয়রানির উদ্দেশ্য গোপনে রায় প্রকাশ করা হয়েছে। এসময় দুদক পেছন দরজা দিয়ে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, তার এসব অভিযোগ অসত্য মনগড়া। তিনি জানান, শ্রম আইন লঙ্ঘনের মামলায় কলকারখানা অধিদপ্তর সবসময় কালক্ষেপণের উদ্দেশে নানা পহ্না অবলম্বন করে।

তারা সুযোগ থাকা সত্ত্বেও আগে আপিল করেনি।

তিনি আরও বলেন, এই মামলায় যেখানেই ইউনুস সেখানেই কলকারখানা অধিদপ্তর, কাউকে ছাড় দেয়া হবে না। মামলার আপিল শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক