পদ্মাসেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান ৫ জুলাই, ব্যয় পাঁচ কোটির বেশি

সংগৃহীত ছবি

পদ্মাসেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান ৫ জুলাই, ব্যয় পাঁচ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক

মাওয়া প্রান্তে পদ্মাসেতু প্রকল্প সমাপনী অনুষ্ঠানে আগামী ৫ জুলাই পাঁচ কোটি টাকার বেশি খরচ হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান।

বুধবার (৩ জুলাই) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান সচিব। তবে সুনির্দিষ্ট করে খরচ কত হতে পারে তা জানাননি তিনি।

তিনি বলেন, পদ্মাসেতুতে এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ যানবাহন চলাচল করেছে।

গড়ে প্রতিদিন যান চলাচল করেছে ১৯ হাজার। টোলের মাধ্যমে রাজস্ব আদায় ১ হাজার ৬৬১ কোটি টাকা। গড়ে প্রতিদিন রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ৩০ লাখ।

বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০ এর আওতায় স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার।

এতে ব্যয় হবে ৬০৯ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৮৯৭ টাকা।  ২০২৪ সালের ২১তম এলএনজি আমদানি ক্রয়ের প্রস্তাব এটি।

news24bd.tv/FA