ভারতের সঙ্গে করা সমঝোতা স্মারক বাতিলের আহ্বান মান্নার

ভারতের সঙ্গে করা সমঝোতা স্মারক বাতিলের আহ্বান মান্নার

অনলাইন ডেস্ক

ভারতের সঙ্গে করা সমঝোতা স্মারক তাড়াতাড়ি বাতিল না করা হলে পরিণতি অনেক খারাপ হবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ শুক্রবার (৫ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের আয়োজিত বাংলাদেশের স্বার্থবিরোধী ও নিরাপত্তা ‘হুমকি’ সৃষ্টিকারী সমঝোতা স্মারকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

মান্না বলেন, ভারত তথাকথিত সিকিউরিটির নামে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, মৌলিক অধিকার কেড়ে নেয়, বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় না। গত ১৫ বছর ধরে গায়ের জোরে একটা সরকার ক্ষমতায় বসে আছে তাকেই ক্ষমতায় রাখবার চেষ্টা করে।

তিনি আরও বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই, কিন্তু ভারত আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না। তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বন্ধ করে দিয়েছে।

এসময় স্যাটেলাইট চুক্তি নিয়ে মান্না অভিযোগ করেন, সরকার এখন ভারতের সঙ্গে স্যাটেলাইট চুক্তি করেছে। ভারতের স্যাটেলাইট এখন বাংলাদেশের যে কোনো জায়গায় তদন্ত তদারকি করতে পারবে।

আমার দেশের সিকিউরিটি ভারতের হাতে চলে গেছে। এবারের ভারত সফরে শেখ হাসিনা আমাদের দেশের সমস্ত শর্ত জলাঞ্জলি দিয়ে দিয়েছে।

news24bd.tv/SHS