পিরোজপুর জেলার একাধিক প্রকল্পে ১ হাজার ৭৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজসহ ২৭ জনের নামে ৮টি মামলা করেছে দুদক। কাজ না করে বিভিন্ন প্রকল্পের মোট ১ হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ ও পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীসহ ২৭ জনের বিরুদ্ধে পৃথক পৃথক এই মামলাগুলো করা হয়। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের মধ্যে পাঁচজন কর্মকর্তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুদক সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় ভিন্ন ভিন্ন প্রকল্পের কাজ না করে মোট ১ হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগ...
সাবেক সংসদ সদস্য মহারাজসহ ২৭ জনের নামে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে বোয়ালিয়া থানার তালাইমারি শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেনের বাড়ি নগরীর তালাইমারি এলাকায়। তিনি পেশায় ছিলেন বাস চালক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত জানান, স্থানীয় কয়েকজন বখাটে যুবক তার বোনকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে কয়েকবার প্রতিবাদ করা হয়। এক পর্যায়ে উত্যক্তকারীরা বাড়িতে এসে হুমকি দেয়। সর্বশেষ বুধবার রাতে সেই বখাটে দল তার বাবার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা ইট দিয়ে আঘাত করে আকরাম হোসেনের মাথা থেঁতলে দেয়। পরে তাকে এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে...
চোলাই মদসহ যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় চোলাই মদসহ যুবলীগ নেতা নাছির উদ্দিন টিটুকে (৪৩) মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গ্রেপ্তার নাছির উদ্দিন টিটু (৪৩) উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে চোলাই মদসহ তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যায় টিটু মেম্বার। বুধবার সন্ধ্যার দিকে অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা ব্রিজ সংলগ্ন আইয়ুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় যুবলীগ নেতা টিটু মেম্বারকে স্থানীয় কিছু লোকজন চোলাই মদসহ আটক...
ঠাকুরগাঁওয়ে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
ঠাকুরগাঁও প্রতিনিধি

একটি সুন্দর এবং স্বাস্থ্যকর ঠাকুরগাঁও গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখা। বৃহস্পতিবার সকাল থেকে বি.আখড়া সৈয়দপুর মডেল সারকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলদেশ (ড্যাব) এর সহযোগিতায় এই ক্যাম্প করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা যুবদলের আহব্বায়ক আবু হানিফ মুক্তা,সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ সহ যুবদলের সদস্যরা। দিনব্যাপী ফ্রি মেডিকেল টিমে ১২ জন চিকিৎসক প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। সেই সাথে বিভিন্ন পরমার্শও দেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানালেন যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান। news24bd.tv/TR
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর