'নির্বাচনের অভিযোগ তদন্তের এখতিয়ার জাতিসংঘের নেই'

'নির্বাচনের অভিযোগ তদন্তের এখতিয়ার জাতিসংঘের নেই'

এনআরবি নিউজ, নিউইয়র্ক:

গত ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে বিএনপিসহ কয়েকটি ক্ষুদ্র দল অনিয়মের অভিযোগ উঠিয়ে সরেজমিনে তদন্তের আবেদন জানায় জাতিসংঘের কাছে। এরই প্ররিপ্রেক্ষিতে বাংলাদেশে বিশেষ কোনো দূত বা দল পাঠাবে কিনা জানতে চাইলে জাতিসংঘের মহাসচিব সরাসরি জানিয়েছেন, ‘এ ধরনের পদক্ষেপ গ্রহণের এখতিয়ার বা ক্ষমতা জাতিসংঘের নেই। ’ 

চলতি বছর মহাসচিব গুতেরেসের কর্মপন্থায় অগ্রাধিকার সম্পর্কে ধারণা দিতে গত ১৮ জানুয়ারি বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয় জাতিসংঘ সদর দপ্তরের ব্রিফিংরুমে। এ সময় এক  বাংলাদেশের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশেষ কোন তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে মহাসচিব উপরোক্ত কথা বলেন।

মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশে পারফেক্ট নির্বাচন হয়নি। এ অবস্থায় সকল রাজনৈতিক পক্ষকে আমরা উৎসাহ জানাই। আর তারা যেনো এ নিয়ে কার্যকর সংলাপের মধ্য দিয়ে সমাধানের উপায় বের করে। ’ 

বাংলাদেশ জাতিসংঘের অন্যতম অংশিদার মন্তব্য করে মহাসচিব বলেন, 'বাংলাদেশের অনেক সমস্যা বা প্রতিবন্ধকতা রয়েছে।

এমন কঠিন পরিস্থিতিতেও  বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে উদারতা দেখানোর জন্য দেশটির প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। '


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর