প্রধানমন্ত্রীকে ওআইসি মহাসচিবের অভিনন্দন

প্রধানমন্ত্রীকে ওআইসি মহাসচিবের অভিনন্দন

সৌদি আরব প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন ওআইসির মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল ওথাইমেন।  

ওআইসির মহাসচিব আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শান্তি, উন্নয়ন ও অগ্রগতির যাত্রা অব্যাহত থাকবে।  

মহাসচিব পররাষ্ট্র মন্ত্রীদের ৪৬তম কাউন্সিলের জন্য ওআইসির উর্ধ্বতন কর্মকর্তাদের প্রস্তুতি সভায় আজ এ অভিনন্দন জানান।  

ওআইসির মহাসচিব আজ জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকের সাথে সৌজন্য সাক্ষাতকালে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় ও ওআইসির সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।  

সকালে জেদ্দায় ওআইসির সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক তিন দিনব্যপি ওআইসির উর্ধ্বতন কর্মকর্তাদের সভার উদ্বোধন করেন। এ সময় তিনি আরব আমিরাতের প্রতিনিধিদলের কাছে পররাষ্ট্র মন্ত্রীদের ৪৬তম কাউন্সিল আয়োজনের জন্য চেয়ার হস্তান্তর করেন।  

উল্লেখ্য, বাংলাদেশ ২০১৮ সালে পররাষ্ট্র মন্ত্রীদের ৪৫তম কাউন্সিল আয়োজন করেছিল।

বাংলাদেশ প্রতিনিধিদলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি গোলাম মসীহ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।  


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর