হকির নির্বাচন ২৭ আগস্ট

হকির নির্বাচন ২৭ আগস্ট

নিউজ ২৪ ডেস্ক

বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন প্রায় দুই মাস আগে থেকেই। ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে কারা নির্বাচন করবেন তা নিয়ে চলছে যত আলোচনা।  

গত রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

আগামী ২৭ আগস্ট হকির নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঁচ সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, দুই যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং ১৯ নির্বাহী সদস্য এই ২৮ পদে নির্বাচনে অনুষ্ঠিত হবে। সভাপতি পদে বরাবরের মতোই থাকবেন বিমান বাহিনীর প্রধান।

মনোনয়নপত্র বিতরণ ১০ ও ১৩ আগস্ট, দাখিল ১৭ আগস্ট এবং বাছাই ২০ আগস্ট।

মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৩ আগস্ট। জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনের নিচ তলার সভা কক্ষে ২৭ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।