সরকারকে বিপাকে ফেলতে এই ‘প্রত্যয়’ স্কিম: আন্দোলনরত শিক্ষকরা

সরকারকে বিপাকে ফেলতে এই ‘প্রত্যয়’ স্কিম: আন্দোলনরত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

সরকারকে বিপাকে ফেলতেই সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ চালু করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা।

সোমবার (৮ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে এসব কথা বলেন তারা। এসময় শিক্ষকরা বলেন, তাদের আন্দোলন যুক্তি সঙ্গত বলেই প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানাচ্ছেন তারা। তাই একে অযৌক্তিক বলার কোনো সুযোগ নেই।

এদিন ৮ম দিনের মত চলে এই আন্দোলন। বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে আন্দোলন করেন শিক্ষকরা। তারা দাবি করেন জোর করে তাদেরকে প্রত্যয় স্কিমে যুক্ত করা হচ্ছে। তাদের দাবি আলাদা বেতন কাঠামো গঠন করে সেখানে যুক্ত করা হোক।

এর আগে একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। একই আন্দোলন চলে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ সকল বিশ্ববিদ্যালয়ে। বেশ কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় অচল হয়ে থাকলেও সরকারের সেদিকে নজর নেই বলে অভিযোগ করেন শিক্ষকরা। শিক্ষকরা ঘোষণা দেন দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি ও সমাবেশ চালিয়ে যাবেন তারা।

news24bd.tv/FA