মুখে দাঁড়ি, মাথায় টুপি। ধর্মভীরু মানুষ হিসেবেই পরিচিত ছিলেন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন। তবে এক ঝটকায় তার আসল পরিচয় চলে এলো সবার সামনে।
গতকাল রোববার দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর জানা যায়, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত তিনি।
সাধারণ একজন গাড়ি ড্রাইভার হলেও অভিযোগ উঠেছে কোটি কোটি টাকার সম্পতির মালিক এই আবেদ আলী। করতেন বিলাসবহুল জীবন-যাপন। এমনকি চিকিৎসার জন্য দেশের বাইরে না গেলে হতোই না তার।
প্রশ্নফাঁসের মতো জঘন্য অপরাধ করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে আবেদ আলী। সেই টাকায় তার ছেলেকে বিদেশে পড়াশোনা করিয়েছেন তিনি। এখন পর্যন্ত ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবনের খোঁজ মিলেছে। এছাড়া মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে এমন তথ্যও সামনে এসেছে।