সেমিতে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের সম্ভাবনা

সংগৃহীত ছবি

সেমিতে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

চলমান কোপা আমেরিকার ফাইনালের টিকিট পেতে কঠোর অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা। কানাডার বিপক্ষে ম্যাচে পরীক্ষাটা কঠিনই হতে পারে। এদিকে সেমিফাইনালের একাদশে পরিবর্তন করতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কোপা আমেরিকাতেও উড়ছে লিওনেল মেসির দল। সেমিতে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কানাডা। মাঠে নামার আগে উজ্জীবিত তারাও। তবে ফুটবলারদের মতো কোচ লিওনেল স্কালোনি নেই স্বস্তিতে।
কী হবে সেরা একাদশ? এ নিয়েই আর্জেন্টাইন কোচের ভাবনা।

মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজকে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে। শতভাগ ফিট নন মার্কাস আকুনা। নামের বিচারে প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও সাবধানী লিওনেল স্কালোনি। লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে একসঙ্গে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা। তবে সিদ্ধান্ত বদলে সেমিফাইনালে কানাডার বিপক্ষে হয়তো দুজনকেই মাঠে নামাতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। এছাড়া রক্ষণেও পরিবর্তনের আভাস মিলেছে। সবমিলিয়ে সেমিফাইনালে কেমন হবে আর্জেন্টিনার লাইন আপ, তা হয়তো জানা যাবে একদিন পরই।

news24bd.tv/DHL