ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

কুমিল্লা প্রতিনিধি

কোটা প্রথা বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো ফের ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টা থেকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এই অবস্থান শুরু করে শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

মহাসড়কে অবস্থান করে শিক্ষার্থীরা বিক্ষোভে জানান, কোটা প্রথা মেধাবীদের জন্য বৈষম্যমূলক।

অবিলম্বে কোটা প্রথা বাতিল করতে হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও আশেপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ‍ও প্রশাসনিক কর্মকর্তাগণ অবস্থান নিয়েছে।

news24bd.tv/FA