লন্ডনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

  

লন্ডনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসবের এবার হলো লন্ডনে। সাদা ভাত, গরুর মাংস ও ডালের এই ভোজে মিলনমেলা হয়ে গেল প্রবাসীদের মধ্যে। গত ৭ জুলাই পূর্ব লন্ডনের মেফেয়ার হলে অনুষ্ঠিত হয় এই মেজবানি খাবারের উৎসব। পাশাপাশি আয়োজন করা হয় মন মাতানো সাংস্কৃতিক আয়োজন।

যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন ‘গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন ইউকে’ (জিসিএ)-এর আয়োজন করে। সংগঠনটি এবার পঞ্চমবারের মতো বিশাল এই আয়োজন করে। বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের অনেক কিছুই ঠাঁই করে নিয়েছে সুদূর যুক্তরাজ্যে।

এবারের মেজবানে প্রায় তিন হাজার মানুষ অংশ নেন।

দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই মিলনমেলা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের বর্তমান কার্যকরী কমিটির প্রেসিডেন্ট আখতারুল আলম এবং সেক্রেটারি ওসমান মাহমুদ ফয়সাল।  

আয়োজনটি চট্টগ্রামবাসীর হলেও যুক্তরাজ্যে বসবাসরত অন্য অঞ্চলের বাংলাদেশিরাও এতে অংশ নেয়। লন্ডনের আশপাশের শহরসহ স্কটল্যান্ড, ম্যানচেস্টার, বার্মিংহামের মতো দূরের শহরগুলো থেকেও চট্টগ্রামবাসী অনেকে ছুটে আসেন ঐতিহ্যবাহী এ আয়োজনে যোগ দিতে।

news24bd.tv/SHS