ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আল-আমিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। দীর্ঘ ৭ মাস পর ময়নাতদন্তের প্রয়োজনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। এ খবর শুনে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তানজিন তিশা। মঙ্গলবার রাতে ফেসবুকে তিনি লিখেছেন, আল-আমিন, শুধুমাত্র সহকারি নয়, সে আমার ভাই। যে আমার সাথে পাঁচটি বছর ছিল। যে ছিল নিষ্পাপ একটি ছেলে এবং সে জুলাই ও আগস্ট এর আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। তিনি লেখেন, সাত মাস পর আল আমিনের মরদেহ কবর থেকে ওঠানোর মতো নির্মম বিষয়টি আমি মোটেও সমর্থন করছি না। এই কর্মের মাধ্যমে কি লাভ হবে? শুধুমাত্র ওর আত্মাটা কষ্ট পাচ্ছে। পুরো বিষয়টা আমি জানার পর বিষয়টি আমার কাছে মেনে নেয়া অনেক কষ্টদায়ক। পরিশেষে তিশা লেখেন, এর পেছনে যে বা যারা জড়িত তারা কোন উদ্দেশ্যে এই কাজটি করেছে...
জুলাই আন্দোলনে শহীদ আল-আমিনকে নিয়ে আবেগঘন পোস্ট তানজিন তিশার
অনলাইন ডেস্ক

হাসিনাকে ‘হযরত ও কনফার্ম জান্নাতি’ বলা ভণ্ডরা কোথায়?
অনলাইন ডেস্ক

প্রবাসী সাংবাদিক এবং অনলাইন অ্যাকটিভিস্ট ইলিয়াস হোসেন মঙ্গলবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি শেখ হাসিনাকে হযরত ও কনফার্ম জান্নাতি বলার জন্য কিছু আলেমের সমালোচনা করেছেন। স্ট্যাটাসে ইলিয়াস হোসেন বলেন, শেখ হাসিনাকে হযরত ও কনফার্ম জান্নাতি বলা, ভণ্ড আলেমরা কোথায়? তার এই স্ট্যাটাসের পর সামাজিক মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই ইলিয়াস হোসেনের মন্তব্যে একমত প্রকাশ করেছেন। এদিকে, ফেসবুকে ইলিয়াস হোসেনের এই স্ট্যাটাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন শ্রেণির মানুষ এটি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনাকে হজরত ও আওলাদে আউলিয়া বলে মন্তব্য করেছিলে সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ওই সময় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এমন...
পেঁয়াজ নিয়ে পিনাকীর পোস্ট ভাইরাল

পেঁয়াজের দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ায় অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্যের একটি পোস্ট ভাইরাল হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘণ্টা আগে দেওয়া ওই পোস্টে এখন পর্যন্ত ৫৭ হাজার মানুষ রিঅ্যাকশন দিয়েছেন। পোস্টটিতে পিনাকী লিখেছেন, ‘গত রমজানে পেঁয়াজ ছিল ১২০ টাকা কেজি। এখন ৩০-৪০ টাকা কেজি। আলহামদুলিল্লাহ।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটি ৮৯২ জন ফলোয়ার নিজেদের পেঁজে শেয়ার করেছেন। পোস্টটিতে কমেন্ট করেছেন প্রায় ৫ হাজার জন। news24bd.tv/আইএএম
আ.লীগের ৪৫ হাজার নেতাকর্মী ভারতে, এ নিয়ে স্থানীয় পর্যায়ে রাজনীতি
অনলাইন ডেস্ক

ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী অবস্থান করছেন বলে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল ও বিজেপি রাজনীতি করছে বলে উল্লেখ করেন তিনি। সোমবার (১০ মার্চ) রাতে ফেসবুকের এক পোস্টে ভারতীয় সাংবাদিকের বরাতে জুলকারনাইন বলেন, সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন। তিনি দাবি করেছেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন। এতে সায়ের বলেন, গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে ভুল তথ্য প্রদান করার কথা না। তাহলে কি একারণেই ভারত সরকার বাংলাদেশীদের সেদেশের ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে? কারণ ৪৫ হাজার তো কম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর