চীনে রুশ যুদ্ধজাহাজ

চীনে রুশ যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক

রুশ দুটি যুদ্ধজাহাজ যৌথ নৌ মহড়ায় অংশ নিতে দক্ষিণ চীনের বন্দর শহর ঝানজিয়াংয়ে পৌঁছেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শনিবার (১৩ জুলাই) জানিয়েছে।

মন্ত্রণালয় যুদ্ধজাহাজগুলোর আগমনের একটি ভিডিও পোস্ট করে টেলিগ্রামে ঘোষণা করেছে, ‘প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ইউনিট ইন্টারঅ্যাকশন মেরিটাইম-২০২৪ যৌথ নৌ মহড়ায় অংশগ্রহণ করবে। ’

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে চীন ও রাশিয়া তাদের সম্পর্ককে ব্যাপকভাবে শক্তিশালী করতে শুরু হয়েছে।

আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ভূমিকা কমিয়ে আনতে এই যৌথ মহড়া বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার প্রথম পর্যায়টি সোমবার থেকে বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে চীনা সাবমেরিনবিধ্বংসী কৌশলে বিশেষায়িত বিমানের পাশাপাশি বিমান ও সাবমেরিনবিধ্বংসী আক্রমণ অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, বেইজিং ও মস্কো নিয়মিতভাবে যৌথ সামরিক মহড়া পরিচালনা করে। তার অংশ হিসেবে গত বছর আলাস্কার উপকূলে একই রকম একটি নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছিলো।

(সূত্র: মস্কো টাইমস)

news24bd.tv/SC