মালদ্বীপকে ক্রীড়া সামগ্রী উপহার দিল বাংলাদেশ

মালয়েশিয়ায় অবস্থানরত দুই দেশের কর্মকর্তারা

মালদ্বীপকে ক্রীড়া সামগ্রী উপহার দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

মালদ্বীপের সাথে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশটির ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে উল্লেখযোগ্য পরিমাণে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের স্পোর্টস, ফিটনেস এন্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়ে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন।
 মালদ্বীপের স্পোর্টস, ফিটনেস এন্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ রিয়াজ কৃতজ্ঞতার সাথে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে এগুলি মালদ্বীপের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সহায়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
 এই ক্রীড়া সামগ্রী দেয়া মালদ্বীপের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শক্তিশালী প্রতীক। এছাড়া সকল ক্ষেত্রে মালদ্বীপের সাথে সহযোগিতা আরো বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ।
এই অনুষ্ঠানে মালদ্বীপের ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
খবর , প্রবাস বার্তা ।

 news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক