১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা

ছবি সংগৃহীত

১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আগামী ফেব্রুয়ারি মাসের ১৫,১৬ ও ১৭ তারিখ টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দুইপক্ষঐক্যবদ্ধভাবে বিশ্ব ইজতেমার আয়োজন করছে। গত কয়েক বছর দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হলেও এবার এক পর্বেই শেষ হবে বিশ্ব ইজতেমা। জানালেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

আজ বৃহস্পতিবার দুপুরে তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের সঙ্গে ধর্ম মন্ত্রণালয় বৈঠক করে এ সিদ্ধান্ত জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

তিনি বলেন, একসঙ্গে বিশ্ব ইজতেমা করতে সম্মত হয়েছে তাবলীগ জামায়াতের দুই পক্ষ। এর মাধ্যমে দৃশ্যমান দ্বন্দ্বের অবসান হয়েছে। তারা যৌথভাবে বিশ্ব ইজতেমার নেতৃত্ব দেবেন।

যাকে নিয়ে বিরোধ সেই দিল্লি মারকাজের প্রধান মাওলানা সাদ কান্ধলভী সাহেব ইজতেমায় আসবেন  না।

ইজতেমায় নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রতি বছর আমরা কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিই। সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা আমাদের নিরাপত্তা বাহিনী করে থাকে, প্রয়োজন বিশেষে সেনাবাহিনীও সহযোগিতা করে থাকে, সেটা থাকবে। বিশ্ব ইজতেমাটা যাতে সুন্দরভাবে হয় প্রতিবারের মতো সে জন্য নিরাপত্তা বাহিনী দায়িত্ব নেবে।


NEWS24▐ Kamrul 
 

সম্পর্কিত খবর