বঙ্গোপসাগরে ট্রলারডু্বি: ১০ যাত্রী, ৫ মাঝিমাল্লা নিখোঁজ

বঙ্গোপসাগরে ট্রলারডু্বি: ১০ যাত্রী, ৫ মাঝিমাল্লা নিখোঁজ

অনলাইন ডেস্ক

কক্সবাজার শাহপরীর দ্বীপে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারের মাঝিকে জীবিত উদ্ধার করা হলে নিখোঁজ রয়েছেন ১৫ জন।

বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রলার ডুবির ঘটনার ব্যাপারে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে ৬ জন মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার সাগরে মাছ শিকারে যাচ্ছিল।

তারা শাহপরীর দ্বীপের জেটিতে এসে সেন্টমার্টিনের ১০ জন যাত্রীকে তুলে নেন। পরে তারা শাহপরীর দ্বীপের গোলারচর পয়েন্টে পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে সেন্টমার্টিন থেকে ৪টি স্পিডবোট এসে ট্রলারের মাঝিকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।

ট্রলার ডুবিতে সাতজন নিখোঁজ রয়েছেন জানিয়ে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার অনিক বলেন, ট্রলার ডুবির খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন।

এদিকে, ট্রলার ডুবির ঘটনাস্থলে পৌঁছেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ। নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

news24bd.tv/তৌহিদ