নেতানিয়াহুকে গাজায় যুদ্ধ শেষের আহ্বান হ্যারিসের

নেতানিয়াহুকে গাজায় যুদ্ধ শেষের আহ্বান হ্যারিসের

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনে বেসামরিক নাগরিকদের দুর্ভোগ লাঘব করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজায় যুদ্ধ শেষের আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় বেশ কঠোর সুরেই এই জানান হ্যারিস।

নেতানিয়াহুর সঙ্গে মুখোমুখি আলোচনার শেষে টেলিভিশন বিবৃতিতে হ্যারিস বলেন, ‘এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে। ’

গত রোববার (২১ জুলাই) প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যান বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

এরপর হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টির পরবর্তী প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন তিনি। বাইডেনকে অনুসরণ করে জ্যেষ্ঠ ডেমোক্র্যাটরাও তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।  

ইসরায়েল এবং হামাস জঙ্গিদের মধ্যে নয় মাস যুদ্ধের পর গাজায় মানবিক সংকটের বিষয়ে কথা না বললেও হ্যারিস জানান, ‘যুদ্ধবিরতির চুক্তি নিয়ে একটি আশাবাদী আলোচনা হয়েছে এবং আমি যেমন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছিলাম, চুক্তিটি সম্পন্ন করার সময় এসেছে।

হোয়াইট হাউস সূত্রমতে বাইডেন গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং ত্রাণের প্রবাহের বাধা দূর করতে আহ্বান জানিয়েছেন নেতানিয়াহুকে।

আজ শুক্রবার (২৬ জুলাই) নেতানিয়াহু ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো ক্লাবে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন।

 সূত্র: বিবিসি

news24bd.tv/কেআই/এসএম