স্থগিত এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

স্থগিত এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্থগিত এইচএসসির বাকী পরীক্ষাগুলো কবে নাগাদ নেওয়া হবে সেটি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আমরা পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা চিন্তা করছি। এইচএসএসি পরীক্ষা কখন হবে, সেটিও যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইতোমধ্যে আলোচনা করেছি৷ বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাসের সম্ভাব্যতা যাচাই করছে।

অনলাইনে ক্লাস শুরু করা যায় কি না সেটি আমরা যথাসময়ে জানিয়ে দেব।

তিনি বলেন, আমরা এর আগেও বলেছি, যারা নিরপরাধ শিক্ষার্থী এবং যারা শান্তিপূর্ণভাবে এ আন্দোলন অংশগ্রহণ করেছে, তারা কেউই যাতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানির শিকার বা আইনি জটিলতায় না পড়ে, এই ঘোষণা দিয়েছি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক