ফুড পয়জনিং-এ আক্রান্ত টিকটকের প্রধান কার্যালয়ের কর্মচারীরা

ফুড পয়জনিং-এ আক্রান্ত টিকটকের প্রধান কার্যালয়ের কর্মচারীরা

অনলাইন ডেস্ক

সামাজিক মাধ্যম ফ্ল্যাটফর্ম টিকটকের কয়েক ডজন কর্মচারী ফুড পয়জনিংয়ের স্বীকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে টিকটকের মূল কোম্পানি বাইটডান্সের সিঙ্গাপুর অফিসে। মঙ্গলবার (৩০ জুলাই) শহরের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা একটি প্রতিবেদন প্রকাশ করেন।

প্রতিবেদনে ৬০ জন পাকস্থলী ও অন্ত্রের প্রদাহে ভুগছিলেন বলে উল্লেখ করা হয়।

এই ৬০ জনের ভিতর ৫৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাইটডান্স তার কর্মচারীদের অসুস্থতার কারণ খুঁজছে বলে জানিয়েছে।

বিবিসির করা প্রতিবেদনে বলা হয়েছে, বাইটডান্সের অফিসে রান্নার কোনো ব্যবস্থা নেই। তারা খাবারের জন্য তৃতীয় পক্ষকে ব্যবহার করে।

বাইটডান্সের মুখপাত্র বিবিসেকে জানান, তারা কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অনেক গুরুত্ব সহকারে দেখছেন। এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের সব রকম ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

চীনা উদ্যোক্তারা ২০১২ সালে প্রথম বাইটডান্স আবিষ্কার করেন। বাইটডান্স বড় ধরনের সাফল্য পায় ডুয়িন ভিডিও অ্যাপের মাধ্যমে। এই অ্যাপে ছোট ভিডিও আপলোড করা হতো। পরবর্তীতে ডুয়িনের আন্তর্জাতিক সংস্করন টিকটক বের করা হয়।

news24bd.tv/TR     
 

এই রকম আরও টপিক