অলিম্পিকে ইমরানুর ও সোনিয়ার হতাশাজনক পারফরম্যান্স

ইমরানুর রহমান ও সোনিয়া খাতুন

অলিম্পিকে ইমরানুর ও সোনিয়ার হতাশাজনক পারফরম্যান্স

অনলাইন ডেস্ক

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান অন্যান্য ইভেন্টের অ্যাথলেটদের মতো প্যারিস অলিম্পিকে বাংলাদেশি সমর্থকদের হতাশাই উপহার দিলেন। ১০০ মিটার স্প্রিন্টে হিটেই বাদ পড়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা আর্চার সাগর ইসলামের পর ইমরানুরের উপরের ভালো কিছুর আশা করেছিলেন বাংলাদেশের মানুষ। কিন্তু তিনিও সকলকে হতাশ করলেন।

আজ ১০০ মিটার স্প্রিন্টে ৬ নম্বর হিটে ৮ নম্বর লেনে দৌড় শুরু করেন ইমরানুর। শুরুটা ভালো করলেও শেষে খেই হারিয়ে ফেলেন তিনি। আর তাতে ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হন তিনি। যা নিজের সেরা টাইমিং ১০.১১ থেকে বেশ বাজে।

তার হিটে ১০.৩৪ সেকেন্ড নিয়ে প্রথম হয়েছেন পানামার আর্তুরো ডেলিজার। আর দ্বিতীয় হওয়া পূর্ব আফ্রিকার দেশ সেচেলোইসের ডায়লান সিকোবো সময় নিয়েছেন ১০.৫১ সেকেন্ড।

আরও পড়ুন: তুরস্কের শুটারের পদকজয়ে জন উইকের স্টাইল

এদিকে ইমরানুরের মতো আজ প্যারিস অলিম্পিকে খেলতে নামেন সোনিয়া খাতুন। মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে হিট থেকে এই নারী সাঁতারুও বাদ পড়েছেন। ৩ নম্বর হিটে নেমে ইমরানুরের মতো ষষ্ঠ হয়েছেন। তিনি ৩০.৫২ সেকেন্ড সময় নিয়েছেন ইভেন্ট শেষ করতে।

news24bd.tv/SC