মুন্সীগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া- পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে বঙ্গবন্ধু সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে বঙ্গবন্ধু সড়কে বঙ্গবন্ধু সড়কে অসহযোগ আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। সকাল ৯টার দিকে পুলিশ ও ছাত্রলীগ সেখানে গেলে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। সেখানে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ইসলাম জানান, ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।

news24bd.tv/তৌহিদ