জরুরি অবস্থা জারির কিছু নেই, সেনাবাহিনী গুলি করবে না: সেনাপ্রধান

ফাইল ছবি

জরুরি অবস্থা জারির কিছু নেই, সেনাবাহিনী গুলি করবে না: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

দেশের জরুরী অবস্থা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী সাধারণ মানুষের ওপর গুলি ছুঁড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি।

সোমবার (৫ আগস্ট) বিকেলে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সেনাপ্রধান বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব হত্যা ও অন্যায়ের বিচার করা হবে। রাষ্ট্রপতির নির্দেশনা মোতাবেক দেশ শান্তিপূর্ণভাবে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

সেনাপ্রধান বলেন, আমরা কিছুক্ষণ আগে সব দলের প্রধানদের সঙ্গে বৈঠক করেছি। সব শান্তি শৃঙ্খলামতো হবে। আপনারা আর কোনো সংঘাতে যাবেন না। আপনার সব ধরনের সংঘাত থেকে বিরত থাকুন।

দেশের অনেক ক্ষতি হয়েছে। আমরা দেশে শান্তি ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক