স্বাধীন দেশে স্বাগত: তিশা 

স্বাধীন দেশে স্বাগত: তিশা 

অনলাইন ডেস্ক

দেশজুড়ে এক দফা আন্দোলনের মুখে আজ সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। সেই সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। এরপরেই প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে উত্তাল জনতা।

এদিকে শেখ হাসিনার পদত্যাগে দেশে বইছে আনন্দের হাওয়া। ঢাকার রাজপথ মেতেছে আনন্দ উৎসবে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা।     

সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

 

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'স্বাধীন দেশে স্বাগতম! আলহামদুল্লাহ!'।

আরও পড়ুন: এখন সময় সংযমের ও চোখ কান খোলা রাখার: ফারুকী  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী তিশা। আন্দোলন ঘিরে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: প্রকৃতি হিসেব রাখে মা: পরীমনি  

এদিকে শেখ হাসিনার পদত্যাগে অভিনেত্রী দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, জাকিয়া বারী মমো, তাসনিয়া ফারিন, পরীমনিসহ আরও অনেক শোবিজ তারকা মুখ খুলেছেন।  

news24bd.tv/TR   
 

এই রকম আরও টপিক