তবু শান্তি আসুক আমার সোনার দেশে, যেকোনো মূল্যে: রাহুল আনন্দ

তবু শান্তি আসুক আমার সোনার দেশে, যেকোনো মূল্যে: রাহুল আনন্দ

অনলাইন ডেস্ক

শেখ হাসিনা সরকার পতনের পর হামলা হয় নন্দিত কণ্ঠশিল্পী ও গানের দল ‘জলের গান’-এর অন্যতম সদস্য রাহুল আনন্দের বাড়িতে।  সোমবার (৫ আগস্ট) তার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। স্ত্রী, সন্তানকে নিয়ে এক কাপড়েই বের হয়ে হয়েছে তাকে।   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে ছাত্রদের সঙ্গেই ছিলেন রাহুল।

নিজের দলের সদস্যদের নিয়ে রাজধানীর রবীন্দ্র সরোবরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে সরকার পতনের পর সেই রাহুল আনন্দের বাড়ি্তে হামলা করেছে কিছু দুষ্কৃতকারী।

মঙ্গলবার জাতীয় এক দৈনিকে রাহুল আনন্দ এক বার্তায় লিখেছেন, ‘তবু শান্তি আসুক আমার সোনার দেশে, যেকোনো মূল্যে। সে মূল্য যদি হয় আমার সোনার সংসারের পোড়া ছাই অথবা বাদ্যযন্ত্র পোড়া কয়লার বিনিময়ে, তাতেও দুঃখ নেই।

ভালোবাসি বাংলা আর বাংলার মানুষকে, আমি বাংলায় গান গাই। ’

এই সংগীতশিল্পীর চাওয়া, ‘সবার ভালো হোক। ভালো থাকুক আমার বাংলাদেশ। ’

রাহুল আনন্দের বাসায় প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র পুড়ে ছাই হয়েছে। তাঁর মতে, ‘ওরা আমার সন্তানের মতো। আমি একটা মানুষ বাচ্চাকে জীবিত নিয়ে বের হতে পেরেছি। বাকিরা পুড়েছে বা লুট হয়েছে। ’

news24bd.tv/TR   

এই রকম আরও টপিক