বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমতে পারে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য দেন। তার দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে, যা বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটাতে পারে। এছাড়া, সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে সারা দেশে কোথাও কোথাও শীতের অনুভূতি থাকতে পারে, বিশেষ করে দিনবেলা। শুক্রবার (৩...
তীব্র শীতের সঙ্গে বৃষ্টির আভাস, আরও বাড়তে পারে শীত
অনলাইন ডেস্ক
বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেলেন ৯৫ ভারতীয় জেলে
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৯৫ জন ভারতীয় জেলেকে বাংলাদেশের দুটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। গত দুই মাস ধরে তারা বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ। তিনি জানান, মোংলা থানার মামলায় বাগেরহাট জেলা কারাগারে বন্দি ৬৪ জন এবং কলাপাড়া থানার মামলায় পটুয়াখালী জেলা কারাগারে আটক ৩১ জন ভারতীয় বন্দির মামলা প্রত্যাহারের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ আরও বলেন, ওই আদেশে দেশের দুই কারাগার থেকে মোট ৯৫ জন ভারতীয় জেলেকে স্বদেশে প্রত্যাবাসনের জন্য কোস্টগার্ড ও পুলিশের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। এই বন্দিদের কারামুক্তির সময় সংশ্লিষ্ট কারাগারের প্রতিনিধি এবং দুদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত...
এলপি গ্যাসের দাম কত দিন অপরিবর্তিত থাকবে?
অনলাইন ডেস্ক
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম অপরিবর্তিত রেখেছে। বিইআরসি ঘোষণা দিয়েছে যে, ২০২৪ সালের প্রথম মাসে গ্রাহকদের প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে এক হাজার ৪৫৫ টাকা খরচ করতে হবে, যা ডিসেম্বর ২০২৩ এর মূল্য তালিকা অনুসারে একই থাকবে। গত নভেম্বরে এক হাজার ৪৫৬ টাকা থেকে এক টাকা কমিয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, এবং সেই দাম জানুয়ারিতেও বহাল থাকবে। বিইআরসি জানায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে। এছাড়া, বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ এলপিজি গ্যাসের দাম কেজিপ্রতি ১২১ টাকা ১৯ পয়সা, এবং রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা তরল গ্যাসের দাম কেজিপ্রতি ১১৭ টাকা ৩৭ পয়সা...
আসছে ৩-৫টি শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক
চলতি জানুয়ারি মাসে শীতের অনুভূতি অনেকটা বাড়তে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে তিন থেকে পাঁচটি মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বুধবার (১ জানুয়ারি) জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুইটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দুই থেকে তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ১০ জানুয়ারির কাছাকাছি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর