ড. ইউনূসকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার (৯আগস্ট) এক এক্স বার্তায় শাহবাজ শরিফ লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশকে একটি সম্প্রীতির ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার সাফল্য কামনা করছি।

তিনি আরও লেখেন, আমি সামনের দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে ড. ইউনূসের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার।

গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী এ সরকারে তার সঙ্গে উপদেষ্টা হিসেবে ১৪ জন শপথ নিয়েছেন।

১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারে আরও তিনজন শপথ নেওয়ার বাকি আছে।

news24bd.tv/তৌহিদ