রাজধানীতে ২০ লাখ টাকার জালনোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম পরিচয় জানায়নি সংস্থাটি। শুক্রবার (১৪ মার্চ) কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ২০ লাখ টাকার জালনোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করে হয়েছে। এই বিষয়ে আগামীকাল শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় দিকে রাজধানী মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। news24bd.tv/এআর
২০ লাখ টাকার জালনোট-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
অনলাইন ডেস্ক

নামাজ পড়তে গিয়ে বিচারকের জুতা চুরি, চোর গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

ঢাকা জজ কোর্ট জামে মসজিদে নামাজ পড়তে গিয়ে ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিমের জুতা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) জোহরের নামাজের পর এ ঘটনা ঘটে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই মসজিদেই নামাজ পড়তে আসা মো. সুমন নামের এক ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া জুতা উদ্ধার করা হয়। এসময় সুমনকে আটকে রাখেন মুসল্লিরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জুতা চুরির এ ঘটনায় ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এর স্টেনোগ্রাফার রাসেল মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় মো. সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। কোতোয়ালি থানার এসআই মো. ইমরান হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মহ ইয়াসিন শিকদার গণমাধ্যমকে বলেন, চুরি হওয়া জুতাসহ মো. সুমন নামের একজনকে...
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫
অনলাইন ডেস্ক

ঢাকার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে খুন ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান। বৃহস্পতিবার (১৩ মার্চ) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন আব্দুল্লাহ (২৮), ইসমাইল (২২), কামাল (৬০), রাফি (২৮) ও মুজাহিদ (২৭)। মেহেদী হাসান বলেন, বৃস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে জিআর পরোয়ানাভুক্ত আসামি ১ জন, ডিএমপি মামলার আসামি ১ জন, দস্যুতায় ১ জন, সন্ত্রাস বিরোধ আইনে ১ জন ও খুনের মামলায় ১ জন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান...
সেই রাতের ঘটনা কেঁদে কেঁদে জানালেন মাগুরার মৃত শিশুটির মা
অনলাইন ডেস্ক

মাগুরায় আলোচিত ধর্ষণকাণ্ডের শিকার ৮ বছরের শিশুটি পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শিশুটির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। বুকের মানিককে হারিয়ে বাকরুদ্ধ তার মা। বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় একে একে দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির। এরপর দুপুরে তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর হৃদস্পন্দন ফেরেনি অভিমানী হৃদয়ে। ঘৃণা, লজ্জা, অভিমানে জমে থাকা শ্বাস চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে। মায়ের অবুঝ মন যেন মানে না। গত কয়েক দিন ধরেই নাড়ি ছেঁড়া ধনের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। শেষ পর্যন্ত ছোট মেয়েকে হারিয়ে অনেকটা দিশেহারা তিনি। শিশুটির মৃত্যুর খবর শুনে হাসপাতালের মেঝেতে কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করছিলেন তার মা। তিনি বলেন, আমার মণি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর