জমকালো আয়োজনে ১৬ দিনের আনন্দযজ্ঞের সমাপ্তি

প্যারিস অলিম্পিক

জমকালো আয়োজনে ১৬ দিনের আনন্দযজ্ঞের সমাপ্তি

অনলাইন ডেস্ক

এবারের প্যারিস অলিম্পিকের শুরুটা হয়েছিলো সিন নদীতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। স্তাদে দ্য ফ্রান্সে গতকাল ১৬ দিনের এই আনন্দযজ্ঞের সমাপ্তি ঘটেছে।

চমক জাগানো সব আয়োজন ছিলো উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানে। প্যারিস অলিম্পিকের সমাপনী আয়োজনের বিশেষ অংশ ছিলো গোল্ডেন ভয়েজার।

ইতিহাসের চরিত্র গোল্ডেন ভয়েজারের পরিবেশনায় ফ্রান্সের ঐতিহ্য, বাস্তিলের চেতনা যেমন ফুটিয়ে তোলা হয়েছে, উপস্থাপনায় ছিলো বিজ্ঞান কল্পকাহিনী ও ভিডিও গেম সের ছোঁয়াও সমাপনী অনুষ্ঠানের শিল্পনির্দেশকের মতে, গোল্ডেন ভয়েজারের পরিবেশনায় ছিলো ১৯৭৭ সালে পাঠানো মহাকাশযান ভয়েজারও।

সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করে ফরাসি রক ব্যান্ড ফিনিক্স। এছাড়া উপস্থিত ছিলো বেলজিয়ান সংগীতশিল্পী অ্যাঞ্জেলের।

আরও পড়ুন: বিদায় জানালো প্যারিস অলিম্পিক, পদক তালিকায় কারা কোন অবস্থানে?

পরবর্তী আসর আয়োজনের স্মারক হিসেবে অলিম্পিক পতাকা নেন লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস সিনেম্যাটিক কায়দায় স্তাদ দে ফ্রান্সের ছাদ থেকে নামেন টম ক্রুজ।

অলিম্পিক পতাকা নিয়েই বাইকে চড়ে সমাপনী অনুষ্ঠানের মঞ্চ ছাড়েন টম ক্রুজ সমাপনীতে প্রজ্বলিত অগ্নিশিখা নিয়ে আসেন এবারের আসরে চারটি স্বর্ণজয় করা সাঁতারু লিওঁ মারশাঁ।

news24bd.tv/SC