ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে কোনো বিদেশি কূটনীতিক প্রশ্ন তোলেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

সোমবার (১২ আগস্ট) বিকেলে সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ের পর তিনি সাংবাদিকদের জানান, নিরাপত্তা কিংবা বিনিয়োগ নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এসময় শেখ হাসিনা ভারতে থাকলেও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন মোহাম্মদ তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের ব্রিফিংয়ে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারতসহ ৬০ এর বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধান ও প্রতিনিধিরা।

ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, এই সরকার তরুণদের চাহিদা মাথায় রেখে সংস্কারের কাজ করবে। উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের কথা স্পষ্ট করে জানানো হয়েছে কূটনীতিকদের। বিদেশি বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি।

একাধিক কূটনীতিক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা প্রত্যাশা করেন তারা।

এসময় মানবাধিকার, দুর্নীতিসহ অন্যান্য প্রয়োজনীয় অগ্রাধিকারের কথা কূটনীতিকদের জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে থাকলেও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ার সুযোগ নেই। রোহিঙ্গা সংকট মোকাবেলায় মানবিক সহায়তা অব্যাহত রাখতেও উন্নয়ন সহযোগীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

news24bd.tv/FA