মেরু ভালুকের আক্রমণে কানাডিয়ান শ্রমিক নিহত

সংগৃহীত ছবি

মেরু ভালুকের আক্রমণে কানাডিয়ান শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

দুটি মেরু ভালুক কানাডার উত্তর নুনাভুত অঞ্চলের একটি দূরবর্তী আর্কটিক রাডার স্টেশনে একজন কর্মীকে হত্যা করেছে। গত সপ্তাহে বাফিন দ্বীপের দক্ষিণ-পূর্বে ব্রেভোর্ট দ্বীপে এই হামলার ঘটনা ঘটে।

নিহত কানাডিয়ান ওই কর্মচারীর নাম প্রকাশ করা হয় নি। তিনি নাসিটক কর্পোরেশনের জন্য কাজ করতেন।

নাসিটক কর্পোরেশন একটি লজিস্টিক কোম্পানি যা কানাডিয়ান সরকারের পক্ষে রাডার প্রতিরক্ষা সাইটগুলি পরিচালনা করে থাকে।

ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য কর্মীরা একটি ভাল্লুককে হত্যা করেছে বলে কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে।

সংস্থাটি বিবৃতিতে বলেছে, "আমরা স্থানীয় কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি এই ঘটনার একটি তদন্ত পরিচালনা করার জন্য। ”

"আমাদের কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং আমরা একটি নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ" বলেও উল্লেখ করে বিবৃতিটি।

মানুষের উপর মেরু ভালুকের আক্রমণ অত্যন্ত বিরল। সচরাচর হামলা করতে দেখা যায় না মেরু ভালুককে। তবে এটি ২০২৩ সাল থেকে মেরু ভালুকের আক্রমণে নিহত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি।

গত বছর, আলাস্কান গ্রামে একটি মেরু ভালুকের আক্রমণে একজন মহিলা এবং তার ১ বছরের ছেলের মৃত্যু হয়েছিল। সূত্র: বিবিসি

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক