বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো দলের নয়: সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো দলের নয়: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো দলের বা জাতের ছিল না, এটি ছিল সাধারণ শিক্ষার্থী ও জনতার।  এ কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে এখনো একটি মহল ক্যু করার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার বিকেলে শাহবাগে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা।

তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, সব ফ্যাসিবাদ পক্ষের শক্তিদের শক্ত হাতে দমন করা হবে।

আবু বাকের মজুমদার বলেন, ডাকা মাত্রই দশ মিনিটে মাঠে নামার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এরপর ১৪ আগস্ট, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাফা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়ার কর্মসূচি আয়োজন করে তারা।

কর্মসূচির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে খুনি হাসিনার বিচার সহ চার দফা দাবি। ঢাকার সকল ছাত্র ও জনতা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে।

news24bd.tv/তৌহিদ