সৌদিতে এসএসসিতে অংশ নিল ২০২ শিক্ষার্থী

এসএসসিতে অংশ নিয়েছে ২০২ শিক্ষার্থী

সৌদিতে এসএসসিতে অংশ নিল ২০২ শিক্ষার্থী

আল-আমিন, সৌদি আরব প্রতিনিধি

বাংলাদেশের মতো সৌদি আরবেও এবারের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। রিয়াদ এবং জেদ্দার দুটি কেন্দ্রে ২০২ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় ও মহাবিদ্যালয় রিয়াদ থেকে ৬৫জন এবং জেদ্দা থেকে ১৩৭জন পরীক্ষার্থী রয়েছে।  

শনিবার বাংলাদেশের সময়ের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় সকাল সাড়ে টার মধ্যে কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করেন।

বাইরে অভিভাবকদের ভিড় দেখা যায়।

রিয়াদ কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতি শতভাগ হলেও জেদ্দা কেন্দ্রে একজন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।  

রিয়াদ কেন্দ্রের পরীক্ষা পরিদর্শক রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব (প্রথম) মো. ফখরুল ইসলাম বলেন, নকলমুক্ত সুন্দর একটি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সঠিক সময়ে সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রয়েছে।

রিয়াদ বাংলা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল হোসেন বলেন, বাংলাদেশের মতো সৌদি আরবেও এবার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর