কানে ধরে মায়ের সেবা করার প্রতিশ্রুতি দিলো সন্তান

সংগৃহীত ছবি

কানে ধরে মায়ের সেবা করার প্রতিশ্রুতি দিলো সন্তান

অনলাইন ডেস্ক

সেনাবাহিনীর সামনে মায়ের সেবা করার প্রতিশ্রুতি দিয়েছেন সন্তানরা। ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের ওপর অন্যায়-অত্যাচারের অভিযোগে সন্তানদের ডেকে এনে এমন প্রতিশ্রুতি আদায় করে সেনাবাহিনী। পরে তাদের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পৌর এলাকার গোকর্ণঘাট এলাকায় প্রয়াত হাজী মো. আবদু মিয়ার স্ত্রী জাহানারা বেগমকে (৭০) তার সন্তানরা সেবা-যত্ন করেন না।

বিভিন্ন সময়ে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানায়, সম্পত্তির জন্য তারা মায়ের সাথে এমন করেছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে জাহানারা বেগমকে উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল। এই সময় আটক করে নিয়ে আসা হয় তার আট সন্তানকে।

বৃদ্ধা জাহানারা বেগমের (৭০) ৯ ছেলে ও তিন কন্যাসন্তান। সন্তানেরা সেনাবাহিনীর কাছে নিজেদের দোষ স্বীকার করে মায়ের কাছে ক্ষমা চান। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. ফারুক আহমেদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন।

ফারুক আহমেদ জানান, সম্পত্তি নিয়ে ওই পরিবারের মধ্যে ঝামেলা আছে। যতটুকু জানি, এক সন্তান কৌশলে সম্পত্তি লিখে নিয়েছেন। এ নিয়ে পরিবারটিতে বিরোধ চলছে। কাগজপত্র দেখে বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে সেনাবাহিনী।

news24bd.tv/JP

এই রকম আরও টপিক