লাঞ্চের পর হলো টস, আগে বোলিং করবে বাংলাদেশ

লাঞ্চের পর হলো টস, আগে বোলিং করবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

অবশেষে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ভেজা আউটফিল্ডের কারণে রাওয়ালপিন্ডিতে নির্দিষ্ট সময়ে হয়নি টস। ভেস্তে যায় প্রথম সেশনের পুরোটা। এরপর দ্বিতীয় সেশনেরও অনেকটা নষ্ট হওয়ার পর অবশেষে হলো টস।

যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  

আজ বুধবার (২১ আগস্ট) কয়েক দফা মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা থেকে প্রথম দিনের খেলা শুরুর সিদ্ধান্ত নেন।

জানা গেছে, দিনের বাকি সময় ৪৮ ওভার খেলা হবে। চা বিরতি নেওয়া হবে বিকেল ৫টা ২০ মিনিটে।

এরপর ২০ মিনিট বিরতি শেষে শুরু হবে শেষ সেশনের খেলা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত হওয়ার কথা খেলা। তবে ওই সময়ের মধ্যে ৪৮ ওভার খেলা সম্ভব না হলে আরও আধঘণ্টা বাড়ানো হবে সময়।

রাওয়ালপিন্ডিতে এদিন সকালে বৃষ্টি হয়। এরপর ভেজা আউটফিল্ডের কারণেই খেলা শুরু হতে ঘটে বিঘ্ন।

এদিকে, টস জয়ের পর বাংলাদেশ অধিনায়ক শান্ত জানান, তিন পেসার নিয়ে এই টেস্ট খেলবে বাংলাদেশ। এছাড়া দলে আছেন ছয় ব্যাটার এবং দুই অলরাউন্ডার। টসের পর বাংলাদেশ একাদশ সামনে এলেও দুইদিন আগেই এই টেস্টের একাদশ দিয়ে দেয় স্বাগতিক পাকিস্তান।  

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।  

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সালমান, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ, মোহাম্মদ আলী।

news24bd.tv/SHS